সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
ছোটপর্দার অভিনেত্রী মিথিলা আর কলকাতার সৃজিত মুখার্জি বিয়ে করেছেন গত বছরের ৬ ডিসেম্বর। বিয়ের পর পড়াশোনা, অফিস আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দার অভিনেত্রী মিথিলা।
ক’দিন আগে মিথিলাকে দেখা গেছে একটি ফটোশুটে। এবার মিথিলা ফিরলেন নাটকে। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন আসছে ভালোবাসা দিবসের একটি নাটকে। নাম ‘প্রাইসলেস’। জাফরিন সাদিয়ার রচনায় এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। ভালোবাসার গল্পে নির্মিত ‘প্রাইসলেস’ প্রচার হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এনটিভিতে।
মিথিলা জানান, এর আগেও গৌতম কৈরীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে এবারের গল্পটা অন্যরকম। এতে ৩০ বছর আগে এবং পরের দুটি বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
‘প্রাইসলেস’ নাটকে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন তার ছোটবোন ইফফাত রশীদ মিশৌরীও। আরও আছেন ইরফান সাজ্জাদ।