সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই নারী। বিশাল ইয়াবার চালনাটি অবশেষে ধরা পরে পুলিশের হাতে। ৬১ হাজার ইয়াবাসহ ঐ দুই নারীকে আটক করেছে ডিবি পুলিশ।
ইয়াবার চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সন্ধেহভাজন দুই নারীকে আটকের পর তাদের কাছে মিলে বিশাল ইয়াবার চালান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬১ হাজার পিস ইয়াবা।
আটককৃতরা হলো, মাদারীপুর জেলার লক্ষিপুর গ্রামের আছালত পেদারের মেয়ে নাহিদা আক্তার (৩৩) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বালিউড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে শাহিনা বেগম ( ৪০)। বৃহস্পতিবার বিকালে দুই নারীকে হবিগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক মোঃ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।