সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক, সংগঠক ও ক্রিকেটার তৈয়বুর রহমান টনি আর নেই। ঢাকার জিগাতলার বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার দেশের বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ছাড়াও তৈয়বুর রহমান টনি মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক-এর দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা সহ নিউইয়র্কেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
জানা গেছে, তৈয়বুর রহমান টনি ঢাকার জিগাতলার বাসায় একাই ঘুমাচ্ছিলেন। সকালে স্বাভাবিক সময়ের মধ্যে ঘুম থেকে না ওঠায় বাড়ির অন্যন্য সদস্যরা তাকে ডেকে তোলার চেষ্টা করেন। কিন্তু অনেক ডাকাডাকিতে টনির সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃতদেহ পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
অপর একটি সূত্র জানায়, পারিবারিক সম্পদ বিষয় নিষ্পত্তির জন্য তিনি গত কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছিলেন এবং জিগাতলায় বাসায় থাকতেন। অপর একটি সূত্র জানায়, টনি ঘুমের মধ্যেই স্টোক করেছেন।
শোক প্রকাশ: তৈয়বুর রহমান টনি’র অকাল মৃত্যুতে শোক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও প্রচার সম্পাদক হাজী এনাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আরো শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আয়োমী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, সিটি আওয়ামী লীগ নেতা জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মিসবা আবদীন ও সাধারণ সম্পাদক রশীদ রানা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, নূরুজ্জামান সরদার, কুইন্স আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল ইসলাম।
এছাড়াও আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মনির হোসেন, মোড়লগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য স্বপন তালুকদার পৃথক বিবৃতিতে তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।