সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে ৪ দিনব্যাপী অ-প্রধান শষ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা বিআরডিবি হল রুমে কর্মশালার আনুষ্টানিক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৩ ইউনিয়নের ৪০জন সমবায়ী কৃষক অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন সুনামগঞ্জের উপ-পরিচালক আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ তিতুমির। বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ। সোমবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।