সস্ত্রীক করোনায় আক্রান্ত মুমিনুল হক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদকঃঃ

বাংলাদেশে ক্রিকেটে ফের সর্বনাশা করোনার থাবা পড়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা আক্রান্তের দুঃসংবাদে দুশ্চিন্তায় পড়েছে দেশের ক্রীড়ামোদিরা।

এবার টাইগার শিবিরে আরও এক দুঃসংবাদ এলো। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবার বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।তিনিই একাই নন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন তার স্ত্রী ফারিহা হকও।মঙ্গলবার মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

 

তিনি জানান, উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। তার রিপোর্টে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন মুমিনুল ।

 

মঙ্গলবার বিকালে এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েনে মুমিনুল।তিনি লিখেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিরাময়কারী। আশা করি শিগগিরই এই দুঃসময়ের ইতি ঘটবে। সবাই নিরাপদে থাকুন। আমার এবং আমার স্ত্রীর সুস্থতায় দোয়া করুন।

Spread the love

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930