সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরীসহ সকল সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আশাহিদ আলী আশা, অর্থ সম্পাদক আশিকুর রহমান সেলিম, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,এটিএম সালাম,মুরাদ আহমদ,রাকিল হোসেন,সেলিম তালুকদার,শাহ সুলতান আহমেদ,এম মুজিবুর রহমানসহ আরো অনেকেই। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের জোরদাবী জানান,অন্যতায় বৃহৎ আন্দোরনের হুশিয়ারী দেন।