সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
জলা প্রতিনিধি,সুনামগঞ্জঃঃ
সুনাগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে জলমহাল কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০জনকে পুলিশ আটক করেছে।
জানা যায়, উপজেলার পশ্চিম বীরগাওঁ ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামের পাশে মনুকাটা জলমহাল নিয়ে আলী আহমদ ও ফারুক আহমদ সাথে মনুকাটা জলমহাল নিয়ে একই গ্রামের আমির আলী ও হযরত আলী বিরোধ চলছিল।
সংঘর্ষে আহতরা হলো, আলী পাশা(৩০)। ফয়জুল হক(৩২), ফরিদ মিয়া(৩৫)। মোঃ হযরত আলী(৪০)। তিনি একই গ্রামের মৃত ছায়েদ আলী(৪৫) ও আমির আলী(৫০)সহ বাকি আহতদের তাৎক্ষনিক নামও পরিচয় জানা যায়নি। এদের মধ্যে হযরত আলীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এই সংঘর্ষের ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং প্রতিপক্ষকের লোকজনকে ফাসাঁতে গিয়ে হযরত আলীর পক্ষের কদর আলী তার আপন বড়ভাই ওসমানী আলীর স্ত্রী লতিফা বেগমকে শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক কদর আলীকে আটক করে পুলিশ ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুণ অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় পুলিশ ১০জনকে আটক করেছে তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।