সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন বাজারের দত্তরাইল এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মেসার্স চুনু বেডিংয়ের একটি তুলার গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকা- ঘটে।
জানা গেছে, স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গুদামের তুলা ও দোকান প্রায় ভস্মিভূত হয়েছে। মেসার্স চুনু বেডিংয়ের মালিক চুনু মিয়া দাবি করেন, এই দুর্ঘটনায় কমপক্ষে ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন এলাকার একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সিলেট ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামের বেশিরভাগ তুলা পুড়ে গেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, তুলার গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। সিলেট ফায়ার স্টেশন সূত্রে জানাযায় আগুনের সূত্রপাত হয়েছে সর্টসার্কিট থেকে।