কুলাউড়ায় ২৫ বছর পর রেলওয়ে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা পাবে বিশুদ্ধ পানির সুবিধা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

কুলাউড়ায় ২৫ বছর পর রেলওয়ে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা পাবে বিশুদ্ধ পানির সুবিধা
১৭০ Views

প্রতিনিধি, মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দীর্ঘ ২৫ বছর পর রেলওয়ে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী পায় বিশুদ্ধ খাবার সুবিধা। নকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস্ ইউ.কের অর্থায়নে ও অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সহযোগিতায় ৫ডিসেম্বর ২০১৯ থেকে নলকুপ স্থাপনের কাজ শুরু হয়ে গত সোমবার প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে কাজ সম্পন্ন হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীর পানি সরবরাহের জন্য গভীর নলকূপের উদ্বোধন করা হয়।

 

নলকুপের উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের পিটি-এ কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক শুশীল সেন গুপ্তের সভাপতিত্বে ও অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন এবং স্কুলের সহকারী শিক্ষক সাইদুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ডস্ ইউ.কে এর যুগ্ম সাধারণ সম্পাদক এটি এন বাংলা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক জয়নাল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানবাধিকার বাস্তবায়ন কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক আ.ন.ম জামান চৌধুরী, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান সাদিক, লন্ডন প্রবাসী রুহুল আহমদ লিটন, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসাইন, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা, রেলওয়ে শ্রমিকলীগ কুলাউড়া শাখার সভাপতি মোঃ নজমুল হক, বিশিষ্ট সাংবাদিক এম.এ ওয়াহিদ চৌধুরী, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটুয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুতিষ চন্দ প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরী, গেদু মিয়া চৌধুরী, রেল শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, জাসদ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, বিশিষ্ট সাংবাদিক এইচ.ডি রুবেল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, শিক্ষক হেলাল আহমদ, ব্যবসায়ী আব্দুল মুকিত হারুন প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930