প্রতিনিধি/বিশ্বনাথ::
অনুর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে (১৩ ফেব্রুয়ারী) সিলেটের বিশ্বনাথে আনন্দ র্যালী বের করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর এসে আনন্দ র্যালী শেষ হয়।
আনন্দ র্যালীতে বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মো. আবুল কাশেম, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খান, সাধারণ সম্পাদক এ কে এম তুহেম, সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন, রাসেল আলী, ফখরুল আহমদ, ক্রীড়ানুরাগী নোমান আহমদ, জুয়েল আহমদ, আনোয়ার আলী রাজ, জামাল আহমদ, ইমরান আহমদ সুমন, শিপলু হক, আব্দুল বাতেন, মুর্শেদ আহমদসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন।