সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
জেলাপ্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগুনে পুরো বাড়ি পুড়ে নিঃস্ব হয়েছে দুই পরিবার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হাজীপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মোল্লাবাড়ীর হারুন মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির আসবপত্র ধান, চাল, টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ ৩০ লাখ টাকার মালামিল পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আলীপুর গ্রামের মোলাবাড়ী মো. হারুন চৌধুরী ও আব্দুল মতিন চৌধুরী প্রবাসে থাকেন। কিছুদিন হলো এক ভাই প্রবাস থেকে আসছেন।
প্রবাস থেকে আসা আব্দুল মতিন চৌধুরী জানান, সন্ধার পর বাড়ীতে বের হয়ে স্থানীয় এক বাজারে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়ীতে আসার আগুনে পুড়া দেখা ছাড়া আর কিছু করার ছিলনা।
এসময কুলাউড়ার ফায়ার সার্ভিসকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং এলাকার লোকজনকে নিয়ে প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, এ অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ ৫লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণলঙ্কারসহ প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে।আগুনের সূত্রপাত গ্যাস চুলার আগুন থেকে ঘটেছে বলে জানা গেছে।