দোয়ারাবাজারে আসলেন বিভাগীয় কমিশনার, দাওয়াত পেলেন না ইউপি চেয়ারম্যানরা

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজার উপজেলা পরিদর্শন করে গেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি। বিভাগী কমিশনারের উপজেলায় আসা উপলক্ষে কর্মসূচির কোনোটিতেই রাখা হয়নি ইউপি চেয়ারম্যানদের।  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে বিভাগীয় কমিশনার অংশগ্রহণ করলেও এর কোনো কর্মসূচিতেও উপজেলার একাধিক পরিষদের কোনো ইউপি চেয়ারম্যানকে দেখা যায়নি।
যোগাযোগ করা হলে উপজেলার সবকটি  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, তারা খবর পাননি এমনকি তাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি। কর্মসূচির শিডিউলে বিভাগীয় কমিশনারের সাথে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের মতবিনিয়ের আয়োজন রাখা হলেও শুধু বাদ পরেছেন জনপ্রতিনিধিরা।
এতে অনেকেই হতাশ হয়েছেন, ক্ষোভও প্রকাশ করেছেন। আবার অনেকে মনে করছেন আমলা ও জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্বের বহিঃপ্রকাশ ঘটেছে এর মাধ্যমে। শুধু জনপ্রতিনিধিরাই বাদ পরেননি, বাদ পরেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরাও।
ক্ষোভ প্রকাশ করে সংবাদকর্মীরা সেদিন উপজেলা প্রশাসনের সংবাদ বয়কট করেছেন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক জানান, আমি কোনো খবর পাইনি। পরে জানতে পেরেছি বিভাগীয় কমিশনার মহোদয় এসেছিলেন। কর্মসূচির শিডিউলে জনপ্রতিনিধিদের রাখলে সুন্দর দেখাতো।
উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম মাস্টার জানান, আমি কোনো আমন্ত্রণ পাই নাই। জনপ্রতিনিধিদেরকে কেন রাখা হয়নি এটা উনারাই ভালো বলতে পারবেন।
দোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী জানান, মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়সহ প্রশাসনিক কর্মকর্তারা এসে আমার ইউনিয়ন পরিষদ ভবন লাগোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করে গেছেন। আমাকে কিছুই জানানো হয়নি।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, আমরা দূর্ভাগ্যবান জনপ্রতিনিধি। মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় দোয়ারাবাজার  সফর করে গেলেন। অনেক গুলো প্রোগ্রাম করেছেন। ৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এই উপজেলার কোনো ইউপি চেয়ারম্যানগন জানতেই পারলাম না! অথচ মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের যাবতীয় কর্মসূচির খরচের ব্যয়-ভাউচার উপজেলা পরিষদ সমন্বয় সভায় ইউনিয়ন চেয়ারম্যানদের অনুমোদন করতে হয়।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহবায়ক তাজুল ইসলাম জানান, দোয়ারাবাজারে বিভাগীয় কমিশনার আসার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। আমাদের প্রেসক্লাবের সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে সেদিন উপজেলা প্রশাসনের সকল নিউজ বয়কট করেছে। অন্ততপক্ষে উপজেলার সংবাদকর্মীদেরকে বিষয়টি অবহিত করা উচিত ছিলো। এটা প্রশাসনের দায়িত্বশীলদের ব্যর্থতা।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি বুধবার দোয়ারাবাজার উপজেলা পরিদর্শনে এসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। এরআগে সকাল দশটায় উপজেলা কনফারেন্স হলরুমে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন-সহ দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930