কোয়ারেন্টিনে দুর্ভোগের শেষ নেই প্রবাসীদের

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

কোয়ারেন্টিনে দুর্ভোগের শেষ নেই প্রবাসীদের

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিয়ে নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের। সরকার ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশ দিলেও সিলেটে তা বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। কোন ঘোষণা ছাড়া কোয়ারেন্টিনের মেয়াদ ৩ দিন বাড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসীরা। এছাড়া কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত অনেক হোটেলের অভ্যন্তরিণ অবস্থা নোংরা ও অস্বাস্থ্যকর বলেও অভিযোগ প্রবাসীদের।

 

গত ২৫ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেটে আসেন ১৪৩ জন প্রবাসী। হিসেব অনুযায়ী এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে গতকাল সোমবার সকালে তারা নিজ নিজ বাসা-বাড়িতে চলে যাওয়ার কথা।কিন্তু গত রবিবার রাতে তাদেরকে জানানো হয় করোনা পরীক্ষার নমুনা প্রদান ও রিপোর্ট আসার পর তাদেরকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হবে। কোয়ারেন্টিনের নির্ধারিত এক সপ্তাহের মধ্যে নমুনা সংগ্রহ না করায় প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ নিয়ে কয়েকটি হোটেলে তারা উত্তেজনাও দেখান। এই অবস্থায় গতকাল সোমবার দুপুর থেকে কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের নমুনা সংগ্রহ শুরু করেন স্বাস্থ্য বিভাগের লোকজন। বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে পাঠানো নমুনা।

 

পরীক্ষায় যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা কোয়ারেন্টিন থেকে ছাড়া পাবেন আগামীকাল বুধবার। আর কারো রিপোর্ট পজেটিভ আসলে তাকে পাঠানো হবে খাদিমস্থ আইসোলেশন সেন্টারে। অর্থাৎ করোনা নেগেটিভ আসা প্রবাসীদেরকে এক সপ্তাহের পরিবর্তে দশম দিনে হোটেল থেকে ছাড়া পেতে হচ্ছে।

 

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, দেশে ফেরার ৭ দিন পর প্রবাসীদের করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তাদেরকে কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেয়া হবে।৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সরকারি নির্দেশনা থাকলেও প্রবাসীদের কেন ১০ দিন থাকতে হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডা. আনিসুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সপ্তম দিনে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গতকাল সোমবার নমুনা সংগ্রহ করে শাহজালাল বিশ^বিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে।মঙ্গলবার নমুনা পরীক্ষা হবে এবং বুধবার রিপোর্ট পাওয়ার পর কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

 

এদিকে, কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত কিছু হোটেলের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন প্রবাসীরা। হোটেল অনুরাগে কোয়ারেন্টিনে থাকা নগরীর সাদিপুরের বাসিন্দা ওয়াহিদুর রহমান হোটেলের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার আত্মীয়দের কাছে পাঠানো ছবি ও ভিডিওতে দেখা গেছে হোটেলের রুম, বাথরুম ও বারান্দার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। এই অবস্থায়ই ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে সাথে নিয়ে থাকতে হচ্ছে তাকে।এরকম নোংরা পরিবেশের হোটেলকে কোয়ারেন্টিনের জন্য নির্ধারণের কারণ জানতে সিলেটের জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ফোন দেয়া হলে কেউই ফোন ধরেননি।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930