সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
ক্রিড়া প্রতিবেদকঃঃ
কুঁচকিতে টান পড়ায় সাকিব আল হাসানের চট্টগ্রাম টেস্টে আর খেলা হচ্ছে না। শুক্রবার সকালে স্ক্যান করানোর পর রিপোর্ট পেয়ে এই খবর জানিয়েছে বিসিবি। ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাওয়া এই ইনজুরি থেকে সেরে উঠে বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করেছিলেন সাকিব।
রান পেয়েছিলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ৬৮। এরপর ফিল্ডিংয়ে নেমে ফের অস্বস্তিতে পড়েন। তৃতীয় সেশনের প্রথম ঘন্টা মাঠে থেকে পানি বিরতির পর আর ফেরেননি। পেসার মুস্তাফিজের সঙ্গে বোলিং ওপেন করে দুই স্পেলে ছয় ওভার বল করে যান। ১৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।
তৃতীয় দিন সকালে অনুশীলনে নেমেই অস্বস্তি বোধ করেন এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা এই অলরাউন্ডার। বাধ্য হয়ে সমস্যা দেখা দেয়া কুঁচকিতে স্ক্যান করানো হয়। রিপোর্ট পাওয়ার পর চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে পড়লেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। ঢাকায় দ্বিতীয় টেস্টে তাঁর খেলা হবে কিনা, তা জানায়নি বিসিবি।