বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুস সালাম আর নেই

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা আব্দুস সালাম আর নেই

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মো: আব্দুল মুনিম জাহিদী ক্যারল, লন্ডন প্রগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা ও পুর্বলন্ডনের পরিচিত মুখ মোহাম্মদ আব্দুস সালাম করোনায় আক্রান্ত হয়ে ১ মাস মৃত্যুর সাথে লড়াই করে ৩ ফেব্রুয়ারি বুধবার রয়েল লন্ডন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

 

আব্দুস সালাম ছিলেন একজন বিশিষ্ট কমিউনিটি নেতা, তিনি একজন শক্তিশালী উদ্যমী এবং নিবেদিত প্রচারক এবং সক্রিয় অগ্রগামী নেতা ছিলেন। ১৯৬৯ সালে প্রতিস্টিত সিলেট ফ্রেন্ড সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, (ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, (১৯৭৩) এবং পরবর্তীতে প্রগ্রেসিভ ইয়ুথ অর্গানাইজেশন (১৯৭৯) বাংলাদেশ যুব সংগঠন ফেডারেশন এবং মাতৃভাষা অধ্যয়ন সমর্থন। ১৯৭০ সাল থেকে তিনি পূর্ব লন্ডনের বর্ণবাদ আন্দোলন, আবাসন, স্বাস্থ্য, চাকরি এবং সমান সুযোগের বিরুদ্ধে সকল আন্দলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন।

 

তৎকালীন বর্ণবাদী এনএফের বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন এবং এই আন্দোলন করতে গিয়ে পুলিশ গ্রেপ্তার করেছিলো। তিনি বাঙালী কমিউনিটির অন্যতম গৌরব ছিলেন। বর্ণবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে “১৯৭৮ সালের ব্রিক লেনের যুদ্ধ” এর সফল সৈনিক ছিলেন। তিনি ১৯৮০ এর দশকের গোড়ার দিকে প্রগতিশীল যুব সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রণী ভুমিকা রাখেন এবং বাংলাদেশ যুব সংগঠন ফেডারেশন-এফবিওয়াইওতে যোগদান করেন। তিনি পূর্ব লন্ডনের বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে বাংলাদেশী সম্প্রদায় এবং অন্যদের ভাগ্য পরিবর্তনের প্রচারে অংশ নিয়েছিলেন।

 

আব্দুস সালামের আদি নিবাস সিলেটের বালাগন্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামে।লন্ডনের জনপ্রিয় সমাজসেবক ৭০ দশকের বাঙালির অধিকার আদায়ের জন্য যারা লড়াই করছেন তাদের মধ্যে অন্যতম, প্রগ্রেসিভ ইয়ুথ অরগানাইজেশান এর চেয়ারম্যান মরহুম সালাম টাওয়ার হ্যামলেটস ল’ সেন্টারের সেক্রেটারি ছিলেন। এছাড়া গহরপূর এসোসিয়েশন ইউ কে এর সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন।

 

মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।মরহুম আব্দুস ছালাম জীবনকালে বর্নবাদীদের বিরুদ্ধে সামনের কাতারে ছিলেন, তিনি অত্যন্ত সৎ সাহসী সদালাপী মানুষ ছিলেন, বালাগন্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট, সমিতি, গহরপূর মাদ্রাসা উন্নয়ন ট্রাস্টের অন্যতম সদস্য, আজীবন দাতা সদস্য নর্থইস্ট বালাগন্জ (গহরপূর) ও আরো অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি কখনও নিজের পদ বা কর্মকাণ্ডকে প্রকাশ করা পছন্দ করতেন না। আব্দুস সালাম সব সময় ভালো কাজের জন্য সবাইকে উৎসহিত করতেন।

 

তিনি টাওয়ার হ্যামলেটসের একজন সাহসী যোদ্ধা ছিলেন। দীঘ’দিন কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করেছেন। বর্নবাদীদের প্রতিহত করতে বিগত দিনে অত্যন্ত সাহসী ভুমিকা রেখেছেন। সারাজীবন লেবার পাটি’তে সক্রিয়ভাবে কাজ করেছেন। একজন সহজ সরল, নীতিবান, ধর্মভীরু ও পরোপকারী মানুষ ছিলেন।

 

বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক আব্দুস সালামের মৃত্যুতে লন্ডন বাংলা ডট কমের সম্পাদক মো:আব্দুল মুনিম জাহেদী ক্যারলসহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আল আমিন তাকে জান্নাতের সর্ব্বোচ্চ স্হান জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930