সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন’ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার শহরতলির বটেশ্বরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে উদ্বোধন হয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (এমইউমুনা) আয়োজনে এ সম্মেলনে শতাধিক ডেলিগেটস অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (সাধারণ প্রশাসন) তারেক ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোজাদ্দিদ আহমেদ, এমইউমুনা’র সভাপতি মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।
আয়োজকরা জানান, সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘প্রমোটিং সোস্যাল থ্রো ইকুইটেবল প্রবিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব রাইটস, রিসোর্স অ্যান্ড অ্যানিমিটিজ’। সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডেলিগেটসরা অংশ নিচ্ছেন।