সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
বাহুবল/প্রতিনিধিঃঃ
প্রিসিলা নিউইয়র্ক কর্তৃক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বৃহত্তর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের হাফেজ মোঃআব্দুল্লাহ সাহেবের তৃতীয় ছেলে ক্বারি মোঃআরসাদ তাহসান।
উল্লেখ্য যে প্রিসিলা নিউইয়র্ক কর্তক অনলাইনে এক কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়, উক্ত কোরআন প্রতিযোগিতায় কয়েক হাজার ক্বারি, মাওলানা ও হাফেজগন অংশগ্রহণ করেন, হাজারো প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হন বাহুবলের কৃতি সন্তান ক্বারি মোঃ আরসাদ তাহসান। ক্বারি মোঃ আরসাদ প্রথম স্থান অধিকারী হওয়ায় গত রাত ৯টারদিকে প্রিসিলা কোরআন প্রতিযোগিতা কর্তৃপক্ষ ক্বারি আরসাদকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেন।
ক্বারি মোঃ আরসাদ তাহসান বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের হাফেজ মোঃ আব্দুল্লাহ সাহেবের ছেলে। ক্বারি আরসাদ নিজের ফেসবুক আইডি থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক বাদ জানিয়েছেন। ক্বারি আরসাদ দীর্ঘদিন যাবত আরব আমিরাত সৌদি আরবে বসবাস করছেন।