সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ
মধ্যপ্রাচ্যের ওমানের আদম এলাকায় কাজ থেকে বাড়ি ফেরার পথে রোববার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছিলেন। এদের মাঝে একজন মৌলভীভাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিৎলিয়া বাজারের টিলা লাইন এলাকার আলম আহমেদ (৩৫)। অন্যদের একজন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সবুর আলী (৩৩) ও হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের লিয়াকত আলী (৩৫)।
৪ দিন আগে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সবুর আলী ও হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের লিয়াকত আলীর মরদেহ দেশে আসলে তাদের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। তবে রোববার রাত সাড়ে ৯টায় কমলগঞ্জের আলম আহমদের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌছলে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় তার নামাজে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন হয়েছে।
নিহত আলমের ছেলে আশিক মিয়া (১৮) বলেন, ওমানে বাংলাদেশীরা ও সেখান বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তার বাবার মরদেহ রোববার রাতে বাড়িতে পৌছেছে। সোমবার গ্রামবাসীদের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলামও ওমানে নিহত আলমের মরদেহ দেখে দাফনের সত্যতা নিশ্চিত করেন।