স্বামীকে বাঁচাতে ওসমানীনগরের এক গৃহবধুর বিরল দৃষ্টান্ত!

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

স্বামীকে বাঁচাতে ওসমানীনগরের এক গৃহবধুর বিরল দৃষ্টান্ত!
১৪৭ Views

স্বামীর জন্য স্ত্রী’র অনেক ত্যাগ অনেক সময়ই শুনা যায়।এরকম একটি ঘটনা গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে । জগন্নাথপুর উপজে’লা সদরের  মিন্টু রঞ্জন ধর জীবনের সংকটাপন্ন অবস্থায় ভালোবাসার নিদর্শন তৈরি করতে নিজের জীবন বিপন্ন করে স্বামী কে লিভা’র দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্ত্রী’ ওসমানীনগরের হেপী রানী ধর।

বৃহস্পতিবার ভা’রতের দিল্লি শহরের হাসপাতা’লে তাদের লিভা’র ট্রান্সপার অ’পারেশন হয়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উপজে’লা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর বেশ কিছু দিন ধরে লিভা’রের জটিল রোগে ভুগছিলেন।

চিকিৎসকদের পরাম’র্শে তার লিভা’র ট্রান্সপারেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিলে পরিবারের পক্ষ থেকে ডোনার খোঁজা হয়। অনেক খোঁজাখুঁজি ও আইনি নানা জটিলতায় যখন তার জীবন বিপন্ন হতে চলছে ঠিক সেই সময় স্ত্রী’ হেপী রানী ধর নিজের জীবন কে বিপন্ন করে স্বামী কে লিভা’র দিলেন।মিন্টু রঞ্জন ধর এর ভাই জগন্নাথপুর উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা ডাক্তার মধু সুধন ধর জানান, ডা.আবিদ্বীপ চৌধুরী (HPB & Liver transplant surgeon) এর নেতৃত্বে দিল্লির বিএলকে হাসপাতা’লে অ’পারেশন চলছে ।

তিনি বলেন স্বামীর জীবন রক্ষায় বৌদির এরকম মহানুভবতা এবং উনার মা, ভাই সহ সকলের প্রতি রইল অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা তিনি ভাই ও বৌদির সুস্থতায় সকলের আশীর্বাদ কামনা করেন।এদিকে জগন্নাথপুর উপজে’লা সদরে বাসুদেব শ্রী মন্দিরে মিন্টু রঞ্জন ধর এর রোগ মুক্তি কামনায় এক বিশেষ প্রার্থনা করা হয়

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031