সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল নয়টার দিকে ব্রাক্ষ্মণবাড়িয়ায় পৌঁছার পর ট্রেনটিতে আগুন লাগে বলে জানা গেছে। এতে ট্রেনটির পাওয়ারকার পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ডিফেস্ন এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মতো আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে তারা।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শোয়েব বলেন, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এসে পৌঁছার পরপরই পাওয়ারকারে আগুন লাগে। এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সকাল ৯টা ৫ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
পাওয়ারকারটি ছাড়া ট্রেনটির অন্য কোনো বগির ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।