কমলগঞ্জে স্যানিটারী স্বাস্থ্য পরিদর্শকের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

কমলগঞ্জে স্যানিটারী স্বাস্থ্য পরিদর্শকের অপসারণের দাবিতে বিক্ষোভ

 

 

সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পূজা এন্টারপ্রাইজ নামে এক মোদী দোকানের নগত ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে স্যানিনটারী স্বাস্থ্য পরিদর্শক কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগে ও অভিযুক্তের অপসারণ দাবি করে ভানুগাছ বাজারের ব্যবসায়ীরা এক ঘন্টা দোকানপাঠ বন্ধ রেখে ভানুগাছ চৌমুহনায় বিক্ষোভ মিছিলসহ পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় এ ঘটনাটি ঘটে।

 

ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বলেন, উপজেলা স্যানিটারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়া এ বাজারের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন। এমনকি বিভিন্ন দোকান থেকে তিনি মাসোয়ারা আদায় করেন। বুধবার বিকালে এননিভাবে দুলাল মিয়া ভানুগাছ বাজারে এসে ব্যবসায়ীদের হয়রানী করেন। এতে ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীকে ভুল তথ্য দিয়ে ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদারত পরিচালনা করেন। এসময় পূজা এন্টারপ্রাইজের এক ব্যবসায়ীকে আটক করলে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

 

ফলে ব্যবসায়ীরা বিকাল ৪টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দোকানপাঠ বন্ধ করে ভানুগাছ বাজার চৌমুহনায় বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ পথ সভা করে সভায় বক্তারা বলেন অবিলম্বে অবিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়াকে অপসারণ করে নিতে হবে।

 

এর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী আটক ব্যবসায়ীকে ছেড়ে দেন। আর পূজা এন্টারপ্রাইজ নামক একটি মোদী দোকানে প্লাস্টিকের চাল, ডালসহ খাদ্য সামগ্রী রাখার দায়ে নগদ ৮ হাজার টাকা জরিমানা করেন।

 

ব্যবসায়ীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভার খবর শুনে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম প্রতিবাদ সভা স্থলে এসে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা বলেন দ্রুত তদন্তক্রমে স্বাস্থ্য পরিদর্শক দুলাল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় আরও বক্তব্য রাখেন ভানুগাছ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, সাংবাদিক সুব্রত দেব রায় প্রমুখ। থানার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্যে আশ্বাস পেয়ে বিকেল সাড়ে ৫টায় বিক্ষোব্দ ব্যবসায়ীরা নিজ নিজ দোকানে ফিরে যান।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, তিনি দুই মাস আগেও পূজা এন্টারপ্রাইজে অভিযান করে প্লাস্টিকের বস্তায় খাদ্য সামগ্রী রাখার দায়ে জরিমনা করেছিলেন। তখর এ দোকানীরা অঙ্গিকার করেছিল ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। বুধবার বিকালে অভিযানকালে একই দোকানে প্লাস্টিকের বস্তায় খাদ্য সামগ্রী রাখার অপরাধ ঘটে। প্রথমে এক দোকানীতে আটক করলেও ব্যবসায়ীদের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এ দাকানের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, বিষয়টি দু:খজনক। ব্যবসায়ীদের এভাবে হয়রানী করা সঠিক নয়। তবে প্রশাসনের সাথে আলাপ করে দ্রুত সমাধান করা হয়েছে।

 

ব্যবসায়ীদের প্রতিবাদ সভা সম্পর্কে তিনি বলেন, অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শূকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ব্যবসায়ীদের এ আশ্বাস প্রদানে তিনি থানার ওসি ও স্বাস্থ্য কর্মকর্তাকে তিনি পাঠিয়েছেন বলেও জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031