রাষ্ট্রভাষা বাংলার জন্য বঙ্গবন্ধু কারা বরন করলেও মাথানত করেনি

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

রাষ্ট্রভাষা বাংলার জন্য বঙ্গবন্ধু কারা বরন করলেও মাথানত করেনি

 

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ

রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্টা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী সরকারের অধীনে কারা বরন করলেও মাথানত করেন নাই। তারই সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের রোলমডেল হিসাবে গড়ে ওঠছে। মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ব্যাপক উন্নয়ন মূলক পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ বাহুবলের শিক্ষা, শিল্পসহ বিভিন্ন স্থরে উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উপরোক্ত কথা গুলো বলেন, নবীগঞ্জ- বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী।

 

শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভা কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় উক্ত অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন, আব্দুল করিম, গীতা পাঠ করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।

 

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মুমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন।

 

অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায় লোকমান আহমদ খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, পৌসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ডিজিএম আলীবর্দী খান সুজন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, আলী আমজাদ মিলন, পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব, ফারজানা আক্তার পারুল, প্রধান শিক্ষক প্রজেশ রায়, শাহিনুর আক্তার পান্না, মতিতোষ দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, পরিবার পরিকল্পনা অফিসার শাহাদাত হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে চিত্রাকংনন প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031