সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগরে হাজী ফরমান আলী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাপন (খালপার) গ্রামের দরীদ্র দরস আলীকে প্রায় তিন লক্ষ (৩,০০,০০০) টাকা ব্যয়ে একটি পাকাঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ঘরের কাজের উদ্ভোদন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত অতিথিবৃন্দ বলেন , হাজী ফরমান আলী ফাউন্ডেশনের মতো সবাই সাহায্যের হাত প্রসারিত করলে ঘরের দুর্ভোগে পোহাতে হবেনা উপজেলার দয়ামীর ইউনিয়নের দরিদ্র কাউকে। এভাবে সকল ভিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান বক্তারা।
উদ্ভোদন কালে উপস্থিত ছিলেন , দয়ামীর ইউনিয়ন চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন , সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু , আব্দুল হাই মোশাহিদ , ইউপি সদস্য মইন উদ্দিন আহমদ লেছু , সমাজ সেবক সৈয়দুর রহমান রেনু , আব্দুল হাই , যুক্তরাজ্যে প্রবাসী আব্দুল শহিদ , রেজাউর রহমান খালেদ , জলাল খান , আব্দুছ ছালাম , সেবুল আহমদ , ইমাম উদ্দিন লিলু , আহমদ আলী , মখলিছুর রহমান , প্রভাষক সামসুর রহমান শিপু প্রমূখ।