সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী জলছা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর ইসলামী মর্নিং মক্তবের উদ্যোগে ইসলামী শিশু প্রদর্শনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে ইসলামী জলছা অনুষ্ঠিত হয়।
মুফতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মক্তবের প্রধান শিক্ষক মাওলানা ছদরুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জলছায় প্রধান অতিথির বয়ান পেশ করেন হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ। বিশেষ বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা আবু আইয়ূব আনসারী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন হযরত মাওলানা নিজাম উদ্দিন জালালী, হাফিজ মাওলানা ইয়াহইয়া প্রমূখ। এতে ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।