তৃতীয় রাউন্ড থেকেই বিদায় সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

তৃতীয় রাউন্ড থেকেই বিদায় সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সাত বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। শুক্রবার মেলবোর্ন পার্কে চীনের ওয়াং কিয়াংয়ের কাছে ৬-৪, ৬-৭ (২-৭), ৭-৫ গেমে হারেন সেরেনা।

প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে কষ্টার্জিত জয় পান সেরেনা। কিন্তু তৃতীয় সেটে ওয়াংয়ের কাছে ৭-৫ সেটে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা।

একই দিন সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন অ্যাশলি বার্টি। মেয়েদের এককে এক নম্বর তারকা তিনি। অস্ট্রেলিয়ান এই ২৩ বছর বয়সী ৬-৩, ৬-২ গেমে হারান রাশিয়ার এলিনা রিবাকিনাকে।

এদিকে, সহজ জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গতবারের ফাইনালিস্ট পেত্রা কেভিতোভাও। রাশিয়ার একাতেরিনা আলেসান্দ্রোভাকে ৬-১, ৬-২ সেটে হারান তিনি।

 

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31