বিশ্বনাথে প্রাথমিক স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

বিশ্বনাথে প্রাথমিক স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন
Spread the love

৫৬ Views
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
বিশ্বনাথে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। স্টুডেন্ট কাউন্সিলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন কমিশনার, পুলিশ, সাংবাদিক, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করে।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, স্টুডেন্ট কাউন্সিলে সারিবদ্ধভাবে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটারেরা। স্টুডেন্ট কাউন্সিল কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ করা গেছে উৎসাহ-উদ্দিপনা। নিমানুয়ায়ী প্রতিটি বিদ্যালয়ে চলছে ভোগ গ্রহন। ভোট গ্রহনের সময় শিক্ষক ও শিক্ষিকারা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী স্টুডেন্ট কাউন্সিলে অংশ নিয়ে ৭ জন নির্বাচিত হয়েছেন তারা হলেন নিশাত তাসনিম, প্রমেশ চন্দ্র দাস, সাদিয়া আক্তার লিজা, তাওহিদা বেগম, তারানা ইসলাম, আলী আহসান অলিদ ও তাহমিনা বেগম।
তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় : বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী স্টুডেন্ট কাউন্সিলে অংশ নিয়ে ৭ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন-লিমা বেগম, সালমান আহমদ, হুমায়দি, সাদিয়া আক্তার ইমা, ফাহিম আহমদ, খায়রুল আহমদ, মাহি হাসান তুহিন।
তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস বলেন, এই কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মনভাব গড়ে উঠবে। নেতৃত্বের গুণাবলী অর্জন করবে বলে আমি মনে করি।
শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিলি রাণী দে বলেন, স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে ছোট থেকেই শিশুরা সুন্দরভাবে গড়ে উঠার অনুপ্রেরণা পাবে।
বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠ ও সুন্দরভারে উপজেলার ১৩৩টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে।

Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930