সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক।
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে পাকিস্তানের মাটিতে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে খেলা দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। সঙ্গে যোগ হয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল।
তবে পাকিস্তানের স্কোয়াডে অভিষেক হচ্ছে দুই খেলোয়াড়ের। তারা হলেন, আহসান আলি ও হ্যারিস রউফ।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
পাকিস্তান স্কোয়াড: আহসান আলি, বাবর আযম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রেদওয়াদ, সাদাব খান, হ্যারিস রউফ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।