সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
কমলগঞ্জ/ প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের সাবেক ও প্রয়াত চা বাগান কর্মচারী নজির আহমদ হায়াদরীর “আমার সংগ্রামী ও শিকারী জীবনের কথা” নামক আত্মজীবনী মূলক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় শমশেরনগর চা বাগান মাঠে ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ বইয়ের মোড়ক উন্মাচন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। এ বইটির প্রকাশনা ও সম্পাদনায় রয়েছেন প্রয়াত নজির আহমদ হায়দরীর দ্বিতীয় ছেলে সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দরী।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজির আহমদ হায়দরীর প্রথম ছেলে পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক বিভাগীয় কর্মকর্তা কবির আহমদ হায়দরীসহ ৪ ছেলে ও কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান প্রমুখ।