সিলেট ১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জঃ
ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৩য় বারের মতো তাপস দাস পুরকায়স্থ নির্বাচিত হয়েছেন। তাপস দাস পুরকায়স্থ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামের মৃত হেমেন্দ্র কুমার দাস পুরকায়স্থের পুত্র ও সিলেটের দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক।
বুধবার বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবকদের এক সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে ৩য় বারের মতো তাপস দাস পুরকায়স্থকে নির্বাচিত করা হয়। এদিকে ছাতক প্রেসক্লাবের উপদেষ্টা তাপস দাস পুরকায়স্থ গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পুনঃ নির্বাচিত হওযায় তাকে অভিনন্দন জানিয়েছেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবলু,
কৃপেশ চন্দ, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, সুদিপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, সাংবাদিক আলাউদ্দিন, উজ্জিবক সুজন তালুকদার। কমিটির অন্যান্যরা হলেন, দাতা সদস্য আবুল লেইছ কাহার, অভিভাবক সদস্য শামীম আহমদ, গৌছ উদ্দিন, সাদিকুর রহমান সাদিক, রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি গোলাম কবির রিপন, হুমায়ূন কবির, হাফিজুন নেছা ও বিদ্যুৎসাহী সদস্য মাষ্টার মাফিজ আলী।##