সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় ২জন আহত হয়েছেন। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ইলাশপুর নামস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- গোয়াইনঘাট থানার ট্রাক ড্রাইভার মজিদ মিয়া ও জকিগঞ্জ থানার হেলপার ময়না মিয়া ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর জামে মসজিদের পাশে সিলেটমুখি দাড়িয়ে থাকা একটি ট্রাককে একই দিকে যাওয়া অপর আরেকটি ট্রাক পেছন দিকে ধাক্কা দিলে ঐ ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হন ।খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
ওসমানীনগর ফায়ার ষ্টেশনের ফায়ার ফাইটার মো: জাহির হোসেন দূঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাড়িয়ে থাকা ট্রাকের ভেতর কেউ ছিলনা।