রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

প্রতিনিধি, রাজনগর ::

 

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ধামাইরপাড় এলাকায় ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কে বিআরটিসির একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফজল মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়। নিহত ফজল মিয়া রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মিয়ারকান্দি গ্রামের মৃত শওকত মিয়ার ছেলে।

 

শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের ধামাইরপাড় এলাকায় মৌলভীবাজারের দিকে আসা একটি বিআরটিসি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-০০১৫) একই দিকে আসা একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো হ-২৮-০৪২৬) পেছন থেকে ধাক্কা দেয়। এঘটনায় আহত অবস্থায় উদ্ধার করে দুগাঁও গ্রামের আব্বাস মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী আনু মিয়াকে (৬০) রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাক চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে যানবাহন দুটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মৃতদেহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031