সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ত্রীড়া প্রতিবেদকঃঃ
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হয়েছে। আজ রোববার বেলা ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।
এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর ওয়ানডে দলে ফিরলেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর সাথে মো. সাইফউদ্দিনও চোট কাটিয়ে দলে ফিরেছেন। এছাড়া প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ২০১৮ এশিয়া কাপে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছিলেন শান্ত।
স্কোয়াডে ডাক পেলেও এই ম্যাচে অভিষেক হয়নি আফিফ হোসেন ধ্রুব আর মোহাম্মন নাইম শেখের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: চামু চিবাবা (অধিনায়ক), তিনাশে কামুনহুকাময়ে, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রিচনমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বুদজি, ডোনাল্ড টিরিপানো, ওয়েসলি মাধেবিরে, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।