সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
গতকাল রোববার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি যাত্রীবাহী সিএনজি-ফোরষ্ট্রোক (নং-সিলেট থ ১১-৭৭৮৯) কৈতক নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে।
এতে গুরুতর আহত যাত্রী জাবেদ আহমদ (২৮), খোকন মিয়া(২৪), লেচু মিয়া(৩৩) ও সালেহ আহমদ(৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মামুনসহ অন্যান্যদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনাকবলিত সিএনজি ও মোটারসাইকেল জব্ধ করেছে