সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন মন্ত্রী পরিষদের উপ সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। গতকাল রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, স্বাস্থ্য কর্মকর্তা রাজীব চক্রবর্তী, এসএসপি বিল্লাল হোসেন, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মইনুল হুসেন চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর জামিউল আলম খন্দকার, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ওসিএলএসডি মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, সাবেক সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে উপ সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উপজেলা পরিষদ ও উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।