সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের পর বোলিংয়েও টাইগাররা ছড়ি ঘোরাচ্ছে। বাংলাদেশের দেওয়া ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে ৫০ রান না তুলতেই চার উইকেট হারিয়ে কাঁপছে সফরকারীরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৬ ওভারে চার উইকেট হারিয়ে ৫৫ রান। ক্রিজে আছেন সিকান্দার রাজা ও মাদভোরে। সাইফউদ্দিন দুটি ও মাশরাফি-তাইজুল একটি করে উইকেট নেন।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকট স্টেডিয়ামে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি, মিথুনের ঝোড়ো ব্যাটিং আর সাইফউদ্দিনের ক্যামিও ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩২১ রান করে স্বাগতিকরা।
সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন। ৫০ রান করেন মোহাম্মদ মিথুন। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার সর্বোচ্চ রান, আর যেকোনো দেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে এটি তার অষ্টম সর্বোচ্চ রান। সাইফউদ্দিন ১৫ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।
দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন তিনি।