ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন: এক ব্যক্তির দন্ড

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

ছাতকে টিলা কেটে পাথর উত্তোলন: এক ব্যক্তির দন্ড

প্রতিনিধি/সুনামগঞ্জঃ

 

ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে টিলার পাথরসহ আব্দুল আলী(৬৪) নামের এক ব্যক্তিকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  সোমবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল। দন্ডিত আব্দুল আলী হাদা-চানপুর গ্রামের মৃত তছই উদ্দিনের পুত্র।

অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রির অপরাধে বন আইনে তাকে এ দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় উত্তোলকৃত প্রায় ৩ হাজার ৬০০ ঘনফুট পাথর জব্ধ করা হয়। অভিযানে দোয়ারা উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্ত্তীসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এলবিএন/বা/০৩/-১

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031