সিলেট ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
ভারতীয় প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক ওয়েব সিরিজ ‘একাত্তর’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা যাবে এই অভিনেত্রীকে।
তানিম নূরের পরিচালনায় ‘একাত্তর’র গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকে।
‘হইচই’র পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। আগামী ৫ মার্চ রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। আর ওইদিনই প্রকাশ হবে এর ট্রেলার।