শিক্ষার মান উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষপ গ্রহন করেছে: মানিক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

শিক্ষার মান উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষপ গ্রহন করেছে: মানিক
Spread the love

১১৯ Views

প্রতিনিধি/ ছাতকঃঃ
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান শিক্ষা বান্ধব সরকার প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে বহুমুখী পদক্ষপ গ্রহন করেছে। শিক্ষাঙ্গনে অনুকুল পরিবেশ সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষার প্রাথমিক স্তরকে মজবুত করা হয়েছে।

 

শহরের মতো গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নির্মাণ করা হচ্ছে সার্বিক সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক ভবন। শিক্ষা ব্যবস্থাকে শতভাগে উন্নীত করতে সরকার শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি-৩ এর আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের সেওতরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ওয়াশব্লক ও দেয়াল নির্মাণ উদ্বোধন শেষে তাকে দেয়া এক সংবর্ধনা সভায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

 

বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন টুনু।

 

ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম রাজু এবং ইখতিয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সাহাদাত হোসেন, রামাদান হোসেন, কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন তালুকদার।

 

বক্তব্য রাখেন চরমহল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, আলহাজ্ব জসিম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরিফা বেগম, সহকারি শিক্ষিকা তাহমিনা আক্তার, সাঈদা সুলতানা, কলছুমা বেগম, শিক্ষক আব্দুল করিম, ইউপি সদস্য আব্দুল মতিন, গিয়াস পীর, নুরুজ্জামান, নূর মিয়া, আলী আহমদ, সাবেক মেম্বার হারিছ আলী, আওয়ামীলীগ নেতা ফয়জুল করিম কালা মিয়া, রজব আলী, মাষ্টার ফরিদ উদ্দিন খান, শামসুল ইসলাম, হাবিবুর রহমান, যুবলীগ নেতা আফরুজ, নিজাম উদ্দিন, তারেক আহমদ, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা খালেদ হোসেন, লিটন মিয়া, সায়েস্তা মিয়া প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী নাঈদ হোসেন। এদিকে বিকেলে ছাতক সদর ইউনিয়নের এস ই বি ডি মডেল উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা দেয়া হয়েছে।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাফিজ আলীর সভাপতিত্বে এ সংবর্ধনা সভায় এমপি মানিক সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনিষ্ঠিত হয়।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031