সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এখান থেকে প্রতিদিন মিলবে বিশ মিলিয়ন ঘনফুট গ্যাস কুমিল্লার শ্রীকাইলে নতুন এই গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি (বাপেক্স)।
বর্তমানে রীতিমতো গ্যাস সংকটে ভূগছে বাংলাদেশ। এই সংকটের সময়ে কুমিল্লার শ্রীকাইলে আবিষ্কৃত হলো নতুন একটি গ্যাসক্ষেত্র । মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি (বাপেক্স)।
এর আগে, বাংলাদেশের গ্যাস সম্পদ প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
জানা গিয়েছিল, বর্তমানে যে পরিমাণ গ্যাস আছে তাতে বড়জোর আর দশ বছর চলবে। নতুন এই গ্যাসক্ষেত্র নিশ্চিতভাবেই সংকটের সময়ে নতুন আশার আলো দেখাল।