সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে লার্নিং পয়েন্ট গোয়ালাবাজার শাখায় “Easy Spoken” কোর্সের ২য় ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামীকাল রবিবার। সকাল সাড়ে ১১ টায় কোর্সটি পরিচালনা করবেন Cambridge University, UK কর্তৃক English Teaching এর ওপর আন্তর্জাতিক ভাবে স্বীকৃত TKT (Teaching Knowledge Test) প্রশিক্ষনপ্রাপ্ত, ইংরেজি প্রশিক্ষণে দীর্ঘ ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, English Literature-এ মাষ্টার্স ডিগ্রিধারী, জনপ্রিয় ইংরেজি শিক্ষক “শহীদ স্যার”। ফ্রি ক্লাসে এসএসসি ও দাখিলপরীক্ষার্থী সহ সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন লার্নিং পয়েন্ট কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি