হাসপাতালে ডিপজল

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

হাসপাতালে ডিপজল

 

বিনোদন ডেস্কঃঃ

ঠান্ডাজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘কয়েকদিন ধরেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন ডিপজল ভাই। তার বুকে কফ জমেছে। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল আমরা তাকে দেখতে গিয়েছিলাম। আশা করি, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

এদিকে, চিত্রনায়িকা মৌসুমী ও ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

Spread the love