সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) একটি প্রতিনিধি দল। সিলেট থেকে লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তারা নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছে।
তবে প্রতিনিধি দল কি সিদ্ধান্ত দিয়েছে এ বিষয়ে কোন কিছু বলতে রাজি হননি ওসমানী বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান। তিনি বলেছেন, বিষয়টি অভ্যন্তরীণ। এটা মিডিয়ার কাছে বলার তেমন কিছু নেই।
জানা গেছে, আজ সোমবার (৯ মার্চ) সিলেট ওসমানী বিমানবন্দরে ডিএফটি প্রতিনিধি দলটি পৌঁছে। রবিবার থেকেই বিমানবন্দর এলাকায় জনসাধারণের চলাচলসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, ব্রিটিশ সংস্থা প্রতিনিধিরা মূলত বিমানবন্দরের নিরাপত্তাসহ সার্বিক বিষয়গুলো যথাযথ আছে কিনা তা দেখেছেন।