সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে এক ব্যক্তির গলায় পাথর বাঁধা গলিত লাশ উদ্ধারের ২ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। এছাড়া, এ ঘটনার সাথে জরিত কাউকে আটক কিংবা গ্রেফতারও করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার দুপুরে ময়না তদন্তের পর নিহতের লাশ তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
জানা গেছে, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে থেকে ভাসমান অবস্থায় গলায় রশি আর রশিতে পাথর বাঁধা অবস্থায় সজেন্দ্র দাশের লাশ উদ্ধার করে পুলিশ। সজেন্দ্র দাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চকরিয়া গ্রামের নরেন্দ্র দাশের ছেলে।
সজেন্দ্র দির্ঘ দিন থেকে তার শশুর বাড়ি ওসমানীনগরে মোবারকপুর গ্রামে বসবাস করে আসছে। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন বলে থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাগ্নে নেপাল দাশ। অবশেষে রবিবার মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর রবিবার বিকেলে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার এসআই রতন লাল দেব বলেন, এ ঘটনায় এখানো ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।