সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০
নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্ম হত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে আবারো এমন অভিযোগ করেছেন প্রায়ত সালমান শাহ মা নিলা চৌধুরী। ১০ মার্চ মঙ্গলবার লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক রিপোর্টে সালমান শাহ আত্ম হত্যা করেছে এমন প্রতিবেদন প্রত্যাখান করেছেন। তিনি পুনরায় সুষ্ঠু তদন্ত দাবী করেন। একই সাথে প্রায়ত সালমান শাহ’র স্ত্রী সামিরাকে এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ তুলেন।সংবাদ সম্মেলনে প্রায় ১ ঘন্টা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সালমান শাহ‘র মা। এসময় তিনি ছেলে কথা বলতে গিয়ে বেশ কয়েকবার আবেগ প্রবন হয়ে পড়েন। তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সে যদি আত্ম হত্যা করে থাকে তাহলে কেন তাকে আমরা তার ঘরে যাওয়ার পূর্বেই তাকে ফ্যান থেকে নামানো হল। সে যে ফ্যানের সাথে ঝুলে আত্ম হত্যা করেছে বলা হচ্ছে তা বাস্তব সম্মত নয়। কারন ফ্যানের সাথে ঝুললে তার পা মাটিতে লেগে যেত।
পুত্র বধু সামিরারকে ছেলে হত্যার জন্য দায়ী বলে অভিযোগ করেন। মূলত সামিরার অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার কারনেই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।অভিযোগ উঠেছে চিত্র নায়কা শাবনুরের সাথে সালমান শাহ’র প্রেমের সম্পর্ক ছিলো। বিয়েও করতে চেয়েছিলেন। কিন্তু এসবকে মিথ্যা বললেন নীলা চৌধুরী।বিভিন্ন মিডিয়ায় শাশুড়ীর বিরুদ্ধে পুত্রবধু সামিরার অভিযোগ প্রসঙ্গে নীলা চৌধুরী বলেন, সে আমার বিরুদ্ধে মিথ্যা বলে মামলা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে।সংবাদ সম্মেলনে প্রায়ত চিত্রনায়ক সালমান শাহর ভাই শাহরান চৌধুরী বিল্টু মামা আওরঙ্গ জেব বুলবুল। এসময় তারাও পুনতদন্ত দাবী করে সালমান শাহ হত্যার সঠিক রহস্য উন্মোচন করার দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি