ওসমানীনগরে মাদ্রাসায় চুরি

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

ওসমানীনগরে মাদ্রাসায় চুরি

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে একটি মাদ্রাসায় চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাদীপুর ইউনিয়নের পশ্চিম মোবারকপুরস্থ জামেয়া লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসায় চুরির ঘটনাটি ঘঠে। চোরেরা মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কম্পিউটারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ চোরেরা মাদ্রাসায় অবস্থান নিয়ে প্রথমে শিক্ষক থাকার রুম গুলোর বাহির দিকে আটকিয়ে দেয়। পরবর্তীতে অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। মাদ্রাসার অন্য কক্ষগুলোতে আটকে থাকা শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটির সাথে যোগযোগসহ শুর চিৎকার শুরু করেন।

 

এসময় মাদ্রাসা মসজিদের ইমামসহ পরিচালনা কমিটির লোকজন মাদ্রাসায় এসে আটকে থাকা শিক্ষকদের উদ্ধার করেন এবং ৯৯৯ এ ফোন করে চুরির বিষয়টি অবগত করলে শুক্রবার ভোরে থানার এস আই মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক সাব্বির আহমদ নাহিদ বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাদ্রসা কর্তৃপক্ষ জানিয়েছেন চোরেরা অফিস কক্ষের তালা কেটে কম্পিউটারসহ কম্পিউটারের কিছু আসবাবপত্র নিয়ে গেছে। এ ব্যাপারে শুক্রবার বিকালে অজ্ঞাত নামা ব্যাক্তিদের অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। সার্বিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031