দেশ ও জাতির কল্যানে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

দেশ ও জাতির কল্যানে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে
প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
সিলেট-২ আসনের এমপি ও জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশ ও জাতির কল্যাণ করতে চাইলে আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজ শিক্ষার অভাব নেই। কিন্তু কাংখিত উন্নয়ন হচ্ছে। কারণ সুশিক্ষার অভাবে সর্বাঙ্গে দুর্নীতি সয়লাভ হয়ে পড়েছে। তাই দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা সুশিক্ষার্জনে মনোনিবেশ করতে হবে। দেশের উন্নয়নে মাদরাসা শিক্ষার অবদান অতুলনীয়।
(২৫ জানুয়ারি) শনিবার ওসমানীনগর উপজেলার হযরত শাহজালাল (রাহ.) ফাযিল মাদরাসায় এমপি মোকাব্বির খানের সম্মানে ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান উপরোক্ত কথা বলেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সমাজ সেবক আব্দুল জলিল জিলু, জাতীয় সুন্নি উলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দীকি, হবিগঞ্জ বাস মালিক সমতির সহ সভাপতি শাহনুরুর রহমান শানুর, রজিউর রহমান মানিক, অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল হামিদ প্রমূখ। কুরআন তিলাওয়াত করেন, শিক্ষার্থী সুহেল আহমদ, নাতে রাসুল পাঠ করেন সুমাইয়া জান্নাত চৌধুরী
এলবিএন/জা-২৫/র-০৩
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031