সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় রুহেল মিয়া (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রুহেল মিয়া উপজেলার মাধবপুর ইউপির ধলাইপাড় গ্রামের দন্ত চিকিৎসক তোফায়েল আহমেদের ছেলে। সে কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। শনিবার (১৪ মার্চ) বিকালে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দক্ষিন বালিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার রুহেল ও অপর সহযাত্রী টিলাগাঁও গ্রামের রুবেল মিয়া (২১) মিলে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ভানুগাছ যাওয়ার পথে দঃ বালিগাঁও এলাকায় ব্যাটারীচালিত অটোরিকসাকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে।
এসময় দুইজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়লে রুহেল মিয়া মাথায়, হাতে ও পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বিষয়টি তার স্বজনরা নিশ্চিত করেছেন।