সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
মো.শাহজাহান মিয়া, প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু অন্য জাতিরা সবচেয়ে বেশি নিরাপদে আছেন। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ দেশে সব জাতি ও গোত্রের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। এক সময় আমরা পরাধীন জাতি ছিলাম। এখন আমরা বাধীন নাগরিক। এ দেশে কোন কিছুর অভাব নেই। অভাব শুধু আস্থা ও সাহসের। যে কারণে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনযোগ সহকারে পড়াশোনা করে বাংলাদেশকে সারা দুনিয়ায় আরো আলোকিত করতে হবে। (২৫ জানুয়ারী) শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হাজী মোজাহিদ গণি, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রশীদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, সাবেক যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ইউপি সদস্য জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উৎসবকে ঘিরে হাজারো জনতার সমাগমে মুখরিত হয়ে উঠে আশপাশ এলাকা।
উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিএন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের ভূয়সী প্রশংসা করেন এবং এ স্কুলকে টেকনিক্যাল কলেজ হিসেবে উন্নীত করার আশ্বাস প্রদান করেন।
এলবিএন/২৫-জা/র-০৩/শা-জ