মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত-ইউপি সদস্য আহত

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত-ইউপি সদস্য আহত

বুলবুল আহমদঃ

ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জে এনা পরিবহণ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল্লাহর ছেলে গরু ব্যবসায়ী সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫) সহ আরো ১জন অজ্ঞাত  নিহতের খবর পাওয়া গেছে।

ঘটনায় আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা একটি এনা পরিবহণের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও ৩ জন সিএনজি অটোরিকশা যাত্রী। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে  লাশ উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া সাথে আলাপকালে তিনি বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031