সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
কানাইঘাটে পিকআপ ভ্যান চালাতে গিয়ে এক সিএনজি অটোরিক্সাচালক ৭ মাসের অন্তসত্ত্বা ও দুই সন্তানের জননী সুমাইয়া বেগমের (২৫) প্রাণ কেড়ে নিয়েছে । শনিবার বিকেল ৩টার দিকে কানাইঘাট পৌরসভার শ্রীপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শ্রীপুর গ্রামের অটোরিক্সাচালক শাহিদ উদ্দিনের স্ত্রী ৭ মাসের অন্তসত্ত্বা দুই সন্তানের জননী সুমাইয়া বেগম তার শাশুড়ির সাথে বাড়ির পাশের ধানের খলায় চাল পরিষ্কার করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল মালিক কুটির ছেলে অটোরিক্সাচালক শাহিন আহমদ (২৬) খোলা মাঠে পিকআপ চালাতে গিয়ে সুমাইয়া বেগমকে ধাক্কা মারে। গুরুতর আহত সুমাইয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ হাসপাতাল গিয়ে সুমাইয়া বেগমের লাশ তাদের হেফাজতে নিয়ে আসে।
নিহত সুমাইয়া বেগমের স্বামী শাহিদ উদ্দিন বলেন, ‘এটা কোন সড়ক দুর্ঘটনা নয়। অটোরিক্সাচালক শাহিন আহমদ পিকআপ ভ্যান চালাতে গিয়ে অদক্ষতার কারণে সুমাইয়াকে মেরে ফেলেছে। পিকআপ ভ্যানের চালক রুবেল আহমদ অদক্ষ শাহিনকে ভ্যানটি চালাতে দিয়েছিল।’ ঘটনার পর থেকে পিকআপ চালক রুবেল আহমদ ও অটোরিক্সাচালক শাহিন আহমদ পলাতক রয়েছে বলে জানা গেছে। কানাইঘাট থানার এসআই আবু কাউছার বলেন, পিকআপ ভ্যানের মালিক ও দুই চালকের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এলবিএন/২৫জা-কা/র-০৩